নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৩২ লাখ টাকা মূল্যের নকল প্রসাধনী সামগ্রী, মেশিন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যালসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির মালিক মো. সালাউদ্দিন পালিয়ে গেলেও তার ছোটভাই মো. জুয়েলকে আটক করে পুলিশ। রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দুপুরে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, সালাউদ্দিন তার নিজ বাড়িসহ পাশের একটি বাড়ি ভাড়া নিয়ে কয়েকবছর ধরেই বিএসটিআই’র অনুমোদনবিহীন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে বিভিন্ন ব্যান্ডের স্কিন স্পট ক্রিম, বডি লোশনসহ অন্য দেশি-বিদেশি ব্যান্ডের প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া বিদেশি যেসব প্রসাধনী আমাদের দেশের মার্কেটে বেশি প্রচলিত রয়েছে, সেগুলো নকল করে পাশের বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করত।
তিনি আরও বলেন, এ ঘটনায় আটক জুয়েলসহ প্রতিষ্ঠানটির মালিক সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইউকে/এএস