এখন থেকে শারীরিক উপস্থিতিতেও বসতে পারবে হাইকোর্ট

বার্তাকক্ষ প্রতিবেদন: এখন থেকে হাইকোর্টের যেকোনো বেঞ্চ ইচ্ছা করলে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করতে পারবেন। প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

করোনা সংক্রমণ কমে আসায় গত ১১ আগস্ট থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালিত হচ্ছে। এ অবস্থায় গতকাল রবিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের যেসব বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক সেসব বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে।

ইউকে/এএস