রামেকের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যুই উপসর্গে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

তবে, কেউ করোনা শনাক্ত রোগী ছিলেন না।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন, এমন ঘটনা আজই প্রথম।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৬ জন রাজশাহীর, ১ জন নাটোরের এবং অপর ৩ জন নওগাঁর।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে সেখানে ২৮৬টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৩৩ জন, শয্যা খালি আছে ১৫৩টি।

ইউকে/এএস