দেশজুড়ে ভেজালবিরোধী অভিযানে র‌্যাব

বার্তাকক্ষ প্রতিবেদন: দেশজুড়ে একযোগে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়ের অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এ অভিযান।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রাজধানীর মোহাম্মদপুর, শ্যামপুর, যাত্রাবাড়ী, সায়দাবাদ, উত্তরখান, খিলগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় একযোগে ভেজালবিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এতে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়, স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায়। সেসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে র‌্যাব।

র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযান চালাচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

ইউকে/এএস