ক্রীড়া বিভাগ: বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে জানান কাতালান সভাপতি হুয়ান লাপোর্তা। তাছাড়া আর্জেন্টাইন এ ফরোয়ার্ডকে দলে রাখতে সিভিসির দেয়া প্রস্তাব গ্রহণ করার সম্মতি দিয়েছিলেন বলেও জানান তিনি।
চলতি বছরের ১ জুলাই মেসির সঙ্গে চুক্তি শেষ হয় বার্সেলোনার। বিশ্বসেরা এ ফুটবলারের চুক্তি নবায়ন করতে আর্থিক সক্ষমতা না থাকায় সিভিসির সঙ্গে চুক্তিতে সম্মতি দেয়ার জন্য লা লিগা কাতালানদের জোর দেয়।
স্প্যানিশ গণমাধ্যম ‘ইস্পোর্টস ৩’-কে দেয়া এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি জানান, ‘যা হয়েছিল তখন তা ইতোমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। তখন আমাদেরকে চাপ দেয়া হয়েছিল হয়তো সিভিসির সঙ্গে চুক্তিতে সম্মতি দিতে হবে নয়তো ফেয়ার প্লে নীতির বিরুদ্ধে যেতে হবে (মেসির সঙ্গে চুক্তি নবায়ন করলে)। আমাদের কিছুই করার ছিল না। আমরা চুক্তিতে যেতে রাজি হলেও পরবর্তীতে লা লিগা জানায় সিভিসির সঙ্গে চুক্তিতে সম্মতি দিলেই এটি সম্ভব। এরপর আমরা আর সামনে যাইনি। বিষয়টি এখানেই শেষ করি। ’
এদিকে ক্লাবের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করতে পুরোনো ফুটবলারদের বেতন কমানোর পাশাপাশি কয়েকজন ফুটবলারকে লোনেও পাঠিয়েছে বার্সেলোনা। মেসি থাকা অবস্থায় এগুলো করলেও তিনি থাকতেন না বলে দাবি করেন লাপোর্তা। বার্সা সভাপতি বলেন, ‘ক্লাব অধিনায়কের বেতন কমানোর পাশাপাশি গ্রিজম্যানকে লোনো পাঠালেও মেসি থাকতো না। কিন্তু ভবিষ্যত পরিস্থিতির কথা বিবেচনা করে আমাদের এটি করার প্রয়োজন ছিল। ’
বার্সা সভাপতি মেসির সঙ্গে কথা না বলার ব্যাপারে বলেন, ‘আমি মনে করি আমরা দু’জনই খুব খারপ অনুভব করছি। পিএসজিতে অভিষেক হওয়ার পর থেকে মেসির সঙ্গে আমার কথা হয়নি। প্রতিপক্ষ ক্লাবে তাকে দেখে আমার খারাপই লাগছে। আমি পছন্দ করিনা তাকে অন্য জার্সিতে (বার্সা ব্যতিত) দেখতে। ’
ইউকে/এএস