বাগেরহাট সংবাদদাতা: অনুমতি ছাড়া সুন্দরবনে ঢুকে মাছ ধমরায় চারটি ফিশিং ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় ফিশিং ট্রলারে থাকা ইলিশ ধরার অনেকগুলো জাল জব্দ করের বনরক্ষীরা। আটক জেলেরা পিরোজপুর জেলার ইন্দুরকানী এলাকার বাসিন্দা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনো পাস (অনুমতি) ছাড়াই সুন্দরবনের ভেতরে ঢুকে মাছ ধরছিলেন ওই ৪৪ জেলে। এজন্য তাদের আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউকে/এএস