ক্রীড়া বিভাগ: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে টি-টোয়েন্টির অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারকে পেছনে ফেলে আবারও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
বুধবার র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। সেখানে সাকিবের রেটিং পয়েন্ট ২৭৫ আর নবীর ২৮৫। অলরাউন্ডার র্যাংকিংয়ের তিনে রয়েছেন স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন। চারে আছেন ওমানের খাওয়ার আলী।
অলরাউন্ডার তালিকায় ১০ নম্বরে রয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন তালিকার ছয় নম্বরে। বাংলাদেশের মতো ওমানেরও দুই জন অলরাউন্ডার রয়েছেন সেরা দশে। একজন খাওয়ার আলী (৪), অপরজন জিসান মাকসুদ (৯)।
সূত্র : আইসিসি
ইউকে/এএস