এক লাখ ২৫ হাজার ইয়াবাসহ সিএনজিচালক আটক

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের রামুর বিজিবি-৩০ ব্যাটালিয়ানের সদস্যরা শুক্রবার ভোরে অভিযান চালিয়ে এক লাখ ২৫ হাজার পিচ ইয়াবার একটি চালানসহ একজন পাচারকারীকে আটক করেছে। কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু এলাকার মরিচ্যা যৌথ চেক পোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক জানিয়েছেন, উখিয়ার কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে পাচারের সময় ইয়াবার চালানটি আটক করা হয়।

মরিচ্যা চেকপোস্টের নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানান, গোয়েন্দা সূত্রের খবরের ভিত্তিতে সিএনজিটি থামিয়ে তল্লাশি করা হয়। সিএনজির চালকই চালানটি পাচার করছিল। আটক সিএনজি চালকের নাম মোহাম্মদ তোফায়েল (১৯)। তিনি কক্সবাজারের রামুর চাকমারকুল ডিংগাপাড়ার আমিনুল হকের ছেলে।

আটক পাচারকারী চালক জানিয়েছেন, তিনি টাকার লোভে এমন কাজ করে আসছেন। কুতুপালং শিবিরের একজন বড় কারবারির ডিপো থেকে চালানটি নিয়ে আসা হচ্ছিল। জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেন, কক্সবাজার সদর উপজেলার পূর্ব খরুলিয়া গ্রামের কালা মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৫) হচ্ছেন ইয়াবার প্রকৃত মালিক।

ইউকে/এএস