সড়কে পড়েছিলেন আহত ব্যক্তি, হাসপাতালে নিয়ে জানা গেল মৃত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরভবনের সামনের সড়কে গুরুতর আহত হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। তার বয়স প্রায় ৬৫ বছর। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফোন দেয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের শবাগারে রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে হালকা খয়েরি রঙের শার্ট ও চেক লুঙ্গি ছিল।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমিন বলেন, নিহতের মরদেহ শবাগারে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউকে/এএস