আবারও আইসিইউতে পেলে

ক্রীড়া বিভাগ: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক সপ্তাহ আগেই তাকে বাড়ি নেওয়া হয়েছিল। তবে শুক্রবার তাকে ফের ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুতে পেলের কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

অবশ্য তিনবারের এই বিশ্বকাপজয়ী এই তারকার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে তার মেয়ে। সবাইকে আশ্বস্ত করে পেলের মেয়ে কেলি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে পোস্ট দিয়েছেন। পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন। ’

ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ের পাশাপাশি দেশটির হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

ইউকে/এএস