নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে একমাত্র পদকজয়ী রাজশাহীর মোশাররফ হোসেনের চিকিৎসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোবাবর (১৯ সেপ্টম্বর) বেলা ১১টা থেকে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘ এর আয়োজন করে।
মানববন্ধনে জানানো হয়, এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগতভাবে একমাত্র পদকজয়ী রাজশাহীর মোশাররফ হোসেন। কিন্তু আর্থিক দৈন্যতায় তিনি তার প্যারালাইজড হয়ে যাওয়া শরীরের চিকিৎসাও ঠিকমতো করতে পারছেন না। বর্তমানে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন। তাই রাজশাহীর গর্ব বক্সার মোশাররফ হোসেনকে সরকারিভাবে চিকিৎসার দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি মেহেদী হাসান শ্যামল, কালের কণ্ঠ শুভ সংঘের সহসভাপতি আরিফুজ্জামান নবাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তৈয়বুর রহমান, কালের কণ্ঠ শুভ সংঘের রাজশাহী জেলা ক্রীড়া সম্পাদক শাহিনুল আশিক, স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদেনের নিজস্ব প্রতিবেদক আমিনুল ইসলাম প্রমুখ।
ইউকে/এএস