ক্রীড়া বিভাগ: বার্সেলোনাতে সব পেনাল্টি নিতেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের সবগুলো পেনাল্টিই নিতেন সার্জিও রামোস। পিএসজিতে এতোদিন পেনাল্টিগুলো নিতেন নেইমার এবং এমবাপ্পে ভাগাভাগি করে। প্রথম পেনাল্টি ছিল নেইমারের এবং পরেরটা ছিল এমবাপ্পের। কিন্তু এখন কি হবে? মেসি, নেইমার, রামোস, এমবাপ্পে সবাই যে একই দলে! কে নিবেন পিএসজির পেনাল্টি শট? এ বিষয়ে কথা বলেছেন পিএসজ ‘র খেলোয়াড় আন্দের হেরেরা।
স্পেনিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাতকারে পিএসজি’র পেনাল্টি শট নেওয়া প্রসঙ্গে হেরেরা বলেন, ‘সত্যটা হচ্ছে এটা নিয়ে এখনো কোনো আলোচনাই হয়নি, আমরা এটা নিয়ে কথা বলিনি। তবে একটা কথা নিশ্চিত, আমি কিন্তু এটা নিব না (হাসি)। এটাই একমাত্র বিষয় যা আমি নিশ্চিত।’
তিনি আরো বলেন, ‘আমার মনে হয় পেনাল্টি নেওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। মেসি-নেইমার-এমবাপ্পের মধ্যে দারুণ সম্পর্ক। তবে এটা কে নিবে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই।’
সূত্র: মার্কা
ইউকে/এএস