আরেক দফা বাড়লো স্বর্ণের দাম

বার্তাকক্ষ প্রতিবেদন: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে স্বর্ণের দাম বেড়েই চলছে। এক সপ্তাহের ব্যবধানে ফের বাড়লো সোনার দাম। এবার প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৯০০ ডলার বেড়েছে। সেই সঙ্গে রুপার দামও বেড়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বাজারে চলতি মে মাসে দুই দফায় স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারের সঙ্গে যদিও দেশের বাজারে স্বর্ণের দাম ওঠা-নামা করে। বিশ্ববাজারে স্বর্ণের দাম অব্যাহত থাকলে দেশের বাজারে আবার দাম বাড়তে পারে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সবশেষ গত ২৩ মে থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন করে সোনার দাম বাড়ার কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, করোনার কারণে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। ফলে আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে চাহিদার বিপরীতে সোনা আমদানি করতে পারছেন না ডিলাররা। সে কারণে দাম বেড়েছে।

সোনার পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে রূপার দামও। গত সপ্তাহে বিশ্ববাজারে রূপার দাম বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ এবং মাসের ব্যবধানে বেড়েছে ৭ দশমিক ১১ শতাংশ। এতে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৪ ডলার। আর সবচেয়ে দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহে বেড়েছে ১ দশমিক ১৬ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ দশমিক শূন্য ৩ ডলারে।

ইউকে/এসএম