নোলক বাবুর কাছে গান শিখছেন এরশাদপুত্র এরিক

বিনোদন বিভাগ: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পুত্রকে গান শেখাচ্ছেন ক্লোজ আপ তারকা নোলক বাবু। এরশাত্রপুত্র এরিক এরশাদ এরইমধ্যে বেশকিছু গান নিজের কণ্ঠে তুলেছেন। শুধু তাই নয় দুটি গান ইতোমধ্যে রেকর্ড হয়ে গেছে। গান দুটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার বিকেলে এসব বিষয় নোলক বাবু নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘এরিক আমার ছাত্র, সে খুবই ভালো গায়।’ এরিকের শিক্ষক হয়ে ওঠার গল্পটা নোলক নিজেই বললেন।

‘আমাকে নাকি এরিক বেশ পছন্দ করে মানে আমার গান শোনে। যার ফলে আমার প্রতি এরিকের একটা আগ্রহ ছিল। তো একদিন আমার এক বন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট পার্কে (এরশাদের বারিধারার বাড়ি) যাই। বলা যায় আসলে হয়তো কারণ বশত ওই বাসায় যাওয়ার সুযোগ তৈরি হয় কিংবা আমাকে নিয়ে যাওয়া হয়। ওইদিনই আমার সঙ্গে এরিকের প্রথম দেখা হয় এবং সে যে আমার ভক্ত এটা আমাকে সে জানায়- এর ফলে তার সঙ্গে আমার তখনই একটা সখ্য গড়ে ওঠে।’

সেই সখ্য থেকেই এরিককে গান শুরু উল্লেখ করে নোলক বলেন, ‘আসলে বিদিশা ম্যাডামকে আমি মা বলতাম। যার ফলে তিনি আমাকে বললেন এরিকে গান শেখাতে। এটা মাস তিনেক আগের ঘটনা এবং ওইদিনের পরে আমি এরিককে গান শেখানোর প্রস্তুতি নেই ও প্রেসিডেন্ট পার্কে আমি যাওয়া শুরু করি। মানে দুই মাস আগে থেকে এরিককে গান শেখাতে শুরু করি, এরিক যেহেতু আমার ভক্ত ফলে আমার কিছু গান তাঁর কণ্ঠে পূর্ব থেকেই ছিল যা আমাকে মুগ্ধ করে।’

এরিকের দ্রুত শিখে নেওয়ার প্রবণতা সম্পর্কে নোলক বলেন, ‘আসলে ও যখন দ্রুত শিখে নিতে পারছিল তখন আমি অবাক হয়েছি এবং এও বলেছি তাঁকে তুমি খুব তাড়াতাড়ি পারবে। ফলে সে খুশিই হয় এবং আসলেই শিখে নেয় দ্রুত ও তার জন্য দুইটা গান আমি ঠিক করি। দুইটাই মৌলিক, যেহেতু এরিক মাকে ভালোবাসে খুব বা আমরাও মাকে খুব ভালোবাসি সেহেতু একটি মা কেন্দ্রিক ও আরেকটি মৌলিক গান এরিক গেয়েছে যেটা রেকর্ডিং হয়েছে।’

এরিককে বনিয়ে একটি প্রোজেক্ট দাঁড় করিয়েছেন নোলক, সেই প্রোজেক্টে ১০ টি গান রয়েছে- যা নোলক জানান শেষ তথ্য হিসেবে।

ইউকে/এএস