এই মুহূর্তে পাকিস্তান সফর সম্ভব নয় : বিসিবি প্রধান

ক্রীড়া বিভাগ: পাকিস্তান ক্রিকেট এখন চরম সংকটকাল অতিক্রম করছে। নিউজিল্যান্ডের নাটকীয় সফর বাতিলের পর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করেছে। সম্ভবত অস্ট্রেলিয়াও সেই পথে হাঁটবে। এমতাবস্থায় পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে বাংলাদেশ আর শ্রীলঙ্কা দলকে প্রস্তাব দিয়েছিল পিসিবি। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর সম্ভব নয়।

আজ মঙ্গলবার বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব নাজমুল হাসান পাপন বলেন, ‘পিসিবি বলেছিল, আমাদের টিমটা এভেইলেবল কিনা। আমাদের সমস্যা হয়েছে, দলের সবাই টানা বায়ো বাবলে ছিল। সেই বায়ো বাবলে থেকে টানা তিনটা সিরিজ খেলার পর আমরা কিন্তু ক্রিকেটারদের মাত্র ছুটি দিলাম। এখন (পাকিস্তানে গেলে) আবার বায়ো বাবলে ঢুকতে হবে দীর্ঘ সময়ের জন্য। ক্রিকেটাররা ২০ দিনের ছুটিতে গেছে। কোচিং স্টাফের সবাই ছুটিতে গেছে।’

বিসিবি প্রধান আরও বলেন, ‘এখন ওদেরকে আবার ডেকে এনে কোচিং বা প্রশিক্ষণ করাতে গেলে যে সময়টা লাগে, বিশ্বকাপের আগে কোনো সুযোগই নাই। এটা (পাকিস্তান সফর) করতে গেলে আমাদের যে ইনিশিয়াল পরিকল্পনাটা আছে যে আমরা তিনটা প্র্যাকটিস ম্যাচ খেলব, ওমান-আবুধাবি মিলিয়ে প্রস্তুতি ক্যাম্প করব- কোনোটাই কিন্তু হবে না। সেজন্য আমরা পিসিবিকে বলেছি, জাতীয় দলের যারা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আছে, তাদের কাউকে পাঠানো সম্ভব হবে না।’

ইউকে/এএস