কোহলির বিলাসবহুল ল্যাম্বারগিনি ফের বিক্রি হচ্ছে

ক্রীড়া বিভাগ: বিশ্বের ধনী ক্রীড়াবিদদের অন্যতম বিরাট কোহলি। গ্যারেজে আছে দামী সব গাড়ি। মহেন্দ্র সিং ধোনির মতো না হলেও কোহলির গাড়ির শখ আছে। এই মুহূর্তে তার ব্যবহৃত ল্যাম্বরগিনি এখন কোচির একটি দোকানে বিক্রির জন্য রাখা হয়েছে বিক্রির জন্য। যে কেউ এটাকে কিনতে পারেন। তবে এজন্য পকেট থেকে খসাতে হবে ১ কোটি ৩৫ লক্ষ রুপি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৫ সালে ল্যাম্বরগিনির গালার্ডো স্পাইডার মডেলের গাড়িটি কিনেছিলেন কোহলি। কিছুদিনের মধ্যে সেটি তিনি বিক্রি করে দিয়েছিলেন। এখন সেটা সাধারণের কাছে বিক্রয়ের জন্য ডিসপ্লে করছে কোচির একটি দোকান। ওই দোকানের এক কর্মকর্তা জানান, ‘গাড়িটা ২০১৩ সালের মডেল। কোহলি খুব বেশি ব্যবহার করেননি। মাত্র ১০ হাজার কিলোমিটার চলেছে’।

সেই কর্মকর্তা আরও জানান, ২০২১ সালের জানুয়ারিতে কলকাতার এক পুরনো গাড়ি বিক্রেতার কাছ থেকে কিনেছিলেন তারা। এই গাড়িটি চার সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩২৪ কিলোমিটার। সেইসঙ্গে গাড়িটিতে আছে দুর্দান্ত সব ইউজার ফ্রেন্ডলি ফিচার।

ইউকে/এএস