আমরা শুধু টিকে থাকব না, আরও সমৃদ্ধ হব : বাবর

ক্রীড়া বিভাগ: নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই ইসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। যা স্বাভাবিকভাবেই হতাশ করেছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনকে। পিসিবির নবনিযুক্ত চেয়ারম্যান রমিজ রাজা তো রেগেমেগে হুমকিই দিয়ে বসেছেন। আর তিন ফরম্যাটে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সোশ্যাল সাইটে লিখেছেন নিজের হতাশার কথা।

নিরাপত্তার কারণ দেখিয়ে ঘরের মাঠে পরপর দুটি সিরিজ বাতিলের বিষয়ে এই সময়ে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর লিখেছেন, ‘আবারও হতাশ হলাম। আমরা সবসময় খেলার স্বার্থটাকেই বড় করে দেখার চেষ্টা করি, কিন্তু অন্যেরা তা করে না। আমাদের ক্রিকেট লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে এবং দিনে দিনে ভালোর দিকেই যাচ্ছে। আমরা শুধু টিকেই থাকব না, আরও সমৃদ্ধ হয়ে উঠব। ইনশাল্লাহ।’

অক্টোবরের মাঝামাঝি পাকিস্তানে যাওয়ার কথা ছিল ইংলিশদের পুরুষ ও নারী দলের। এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মানসিক স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসন্ন সফরের বিষয়ে সকলের উদ্বেগ বাড়ছে এবং আমাদের বিশ্বাস এই সফর হলে ক্রিকেটারদের ওপর চাপ আরও বাড়বে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আগে এই সফর করলে তা আমাদের প্রস্তুতির ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলবে। তবে এই সফর ২০২২ সালে হতে পারে।’

ইউকে/এএস