টিকাগ্রহণে জালিয়াতির ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড

বার্তাকক্ষ প্রতিবেদন: জালিয়াতির মাধ্যমে করোনা টিকা নেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় মিজানুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয় ওই বাংলাদেশিকে।

জানা গেছে, অন্যের পাসপোর্টের নম্বর দিয়ে টিকা নিতে যান মিজানুর রহমান। একপর্যায়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে গ্রেপ্তার করা হয় তাঁকে। ওইদিনই তাঁকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় টিকা গ্রহণে জালিয়াতির বিষয়টি স্বীকার করলে তাঁকে ৯ মাসের কারাদণ্ড দেন আদালত।

১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ইউনিভার্সিটি ইসলাম মালয়েশিয়া সেন্টারে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করার সময় ধরা পড়েন মিজানুর রহমান। এর পর দেশটির আইনের ৪১৯ ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করে শুক্রবার আদালতে হাজির করে পুলিশ।

ইউকে/এএস