‘ভাইয়ে ভাইয়ে’ লড়াই

ক্রীড়া বিভাগ: দীর্ঘদিন ধরে দুজনে একসঙ্গে খেলে আসছেন আইপিএল দল চেন্নাই সুপার কিংসে। তবে দুজনের কেউই চেন্নাইয়ের বাসিন্দা নন। ধোনির বাড়ি রাঁচি, আর ডিজে ব্যাভো তো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছেন। দীর্ঘদিন খেলার সুবাদে ধোনি আর ব্র্যাভো ‘ভাই’ হয়ে গেছেন। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ‘ভাই’ বলে ডাকেন মহেন্দ্র সিং ধোনি। দুজনের মাঝে মিল যেমন আছে, তেমনি আছে মতপার্থক্য-খুনসুটি। এবার ধোনি জানালেন ভাইয়ের সঙ্গে খুনসুটির গল্প।

৩৮ ছুঁইছুঁই ব্র্যাভো এখন স্লোয়ার বল বেশি করেন। এতে নিয়মিত সাফল্যও পেয়ে আসছেন। সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ ইনিংস বল করে শিকার করেছেন ৮ উইকেট। সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল শুক্রবার ব্যাঙ্গালোর বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। আগের ম্যাচে ৮ বলে ২৩ রান করার পর ২৫ রানে নিয়েছিলেন ৩ উইকেট। তবে এমন সাফল্যের পরও ধোনি মনে করেন, ব্র্যাভোর স্লোয়ার বল আরেকটু কম করা উচিত।

ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়কের ভাষায়, ‘এবার সে বেশ ফিট হয়ে এসেছে, যা দারুণ। মাঠে নিজেকে ভালোভাবে মেলে ধরছে। আমি ওকে ভাই বলে ডাকি। এত বেশি স্লোয়ার ওর করা উচিত কিনা- সেটা নিয়ে প্রতি বছরই ওর সঙ্গে আমার তর্ক হয়। এই ডেলিভারি তো ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার জন্য। এখন সবাই জানে, ব্রাভো স্লোয়ারই করবে। তাই সে কেন ৬টি ভিন্ন ডেলিভারি করবে না? ইয়র্কার, লেংথ, স্লোয়ার না করেই বরং ব্যাটসম্যানকে বিভ্রান্ত করাটাও বড় অস্ত্র।’

আগের ম্যাচে ব্র্যাভোর সঙ্গে ভুল বোঝাবুঝিতে একটা ক্যাচ মিস করেন ধোনি। এতে তিনি রেগেও গিয়েছিলেন। ওই প্রসঙ্গে মজা করে ধোনি বলেন, ‘সে আমার খুব কাছাকাছি চলে এসেছিল। কিছু একটা বলছিল, আমি চমকে গিয়েছিলাম। আমার হাত সামনে গিয়ে আবার চলে আসে, ক্যাচ নিতে পারিনি। ওকে বলছিলাম, আমাকে নিতে দাও! যাই হোক, ভাইদের মধ্যে এসব হয়। আমাদের লড়াই চলতেই থাকে। সে ছেলে ভালো, খুব একটা খারাপ নয়।’

ইউকে/এএস