সাগর মোহনায় ট্রলার ডুবি, তিন জেলে নিখোঁজ

বরগুনা সংবাদদাতা:পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে আশার চর সংলগ্ন এলাকায় ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ মাছ ধরা একটি ট্রলার ডুবে গেছে। এতে তিন জেলে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার এফবি আল্লাহর দানের মালিক আব্দুর রাজ্জাক।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপজেলার চরলাঠিমারা গ্রামের আব্দুর রাজ্জাক এর মালিকানাধীন আল্লাহর দান ট্রলারে ১১ জন জেলে মাছ ধরছিল। এ সময় দুপুর দুইটার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়‌ কিছুক্ষণ পর ৮ জেলে উদ্ধার হলেও তিন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে। নিখোঁজদের নাম এখনো জানা যায়নি।

ইউকে/এএস