বার্তাকক্ষ প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য বুস্টার ডোজ নিয়েছেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে মার্কিনিদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট লেডি জিল বাইডেনও করোনাভাইরাসের বুস্টার ডোজ নিয়েছেন।
জানা গেছে, গতকাল সোমবার বাইডেন প্রকাশ্যে বুস্টার ডোজ নিয়েছেন। বাইডেন বলেছেন, বিশ্বে অন্যান্য দেশের তুলনায় আমরা বেশি কাজ করছি। আমরা আমাদের কাজের দায়িত্বটাই পালন করছি। সে কারণে বুস্টার ডোজ দেওয়ার পক্ষে সাফাই গান বাইডেন।
যারা টিকা নিতে অনিচ্ছুক, তাদেরকেও টিকা নেওয়ার আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, এটি ফ্রি এবং সহজলভ্য। এটি আমাদের জীবন বাঁচাবে এবং আশপাশের সবাইকেও নিরাপদে রাখবে।
সূত্র : গার্ডিয়ান, সিএনবিসি নিউজ
ইউকে/এএস