বিএফইউজে নির্বাচন হাইকোর্টে স্থগিত

বার্তাকক্ষ প্রতিবেদন: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. মুজিবর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদনটি করেন। আগামী ২৩ অক্টোবর এই নির্বাচন হওয়ার কথা ছিল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ সলিল পাল। তাঁর সঙ্গে ছিলেন মো. নুরুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী। পরে রিটকারীর আইনজীবী তীর্থ সলিল পাল জানান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের নাম বিএফইউজে নির্বাচনের ভোটার তালিকায় না থাকায় হাইকোর্টে তিনি রিট করেন। তিনি তাঁর নাম অন্তর্ভুক্তি চেয়েছেন। তিনি বলেন, আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুলও জারি করেছেন। হাসান ফেরদৌসের নাম ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্ত করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

ইউকে/এএস