বার্তাকক্ষ প্রতিবেদন: বিকেল ৩টার পর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি দুপুর ২টার পর ভোট দিতে যেতে পারেন।
এদিকে ফিরহাদ হাকিমের মতো ভোট দেওয়ার জন্য ভবানীপুরবাসীকে টুইটে আবেদন জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। মুখ্যমন্ত্রীকে বড় ব্যবধানে জয়ী করার আবেদনও জানিয়েছেন তিনি।
জানা গেছে, বিকেল ৩টা ১৫ মিনিটে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মমতা। ২টা নাগাদ ভোট দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চেতলা গার্লস স্কুলে ফিরহাদ হাকিম ভোট দেবেন দুপুর ২টায়।
বৃহস্পতিবার তৃণমূলের তরফে এ তথ্য জানানো হয়েছে। মমতা ভোট দিতে যাওয়ার আগে মিত্র ইনস্টিটিউশনে ঘুরে গেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা।
ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখার্জির বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে বিজেপি। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে দলটি।
তাদের অভিযোগ, রাজ্যের দুই মন্ত্রীকে সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। যত দ্রুত সম্ভব তাঁদেরকে নজরবন্দি করা দরকার। ভবানীপুর কেন্দ্রের বাইরে নজরবন্দি করার দাবি জানিয়েছে বিজেপি।
সূত্র : আনন্দবাজার।
ইউকে/এএস