বিনোদন বিভাগ: অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ত্রিভুজ প্রেমের সিনেমা ‘চোখ’। আগামী শুক্রবার (১ অক্টোবর) দেশের প্রায় ৩৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এদিকে ‘চোখ’ মুক্তির একদিন আগেই সিনেমাটির অন্যতম নায়ক জিয়াউর রোশান জানালেন, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই মুক্তির পর প্রেক্ষাগৃহে বসে আপাতত নিজের অভিনীত সিনেমাটি দেখা হচ্ছে না তার।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রোশান ফেসবুকে লেখেন, ‘কোভিড-১৯ পজিটিভ। কিন্তু এখনই কেন?’
করোনা আক্রান্ত হওয়ার খবর জানানোর সঙ্গে সিনেমা প্রচারণা করতে পারছেন বা বলে আফসোসও প্রকাশ করলেন ‘রক্ত’খ্যাত এই অভিনেতা।
‘চোখ’ সিনেমায় নায়িকা শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউর রোশান। অনামিকা মণ্ডলের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন নবাগত আসিফ ইকবাল জুয়েল।
ত্রিকোণ প্রেমের রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘চোখ’। কয়েক মাস আগে এর শুটিং সম্পন্ন হয়েছে। রাকেশ চরিত্রে সিনেমাটিতে অভিনয় করেছেন নিরব। এছাড়া রোশনকে জয় এবং বুবলীকে দেখা যাবে রেজনি হিসেবে। একটি বিশেষ চরিত্রে রয়েছেন শহীদুজ্জামান সেলিম।
এ সিনেমার গল্পে দেখা যাবে, ধনি পরিবারের ছেলে রাকেশ (নিরব) সড়ক দুর্ঘটনায় তার দুই চোখ হারান। এরপর অপারেশন করে তার নতুন চোখ লাগানো হয়। কিন্তু নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ঘটনা!
ইউকে/এএস