ক্রীড়া বিভাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পরিবর্তন হওয়ার আগেই দলটির প্রশাসনে নানা রদবদল আসা শুরু করেছে। নতুন সভাপতি নির্বাচিত হয়ে প্রথমেই বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছেন রমিজ রাজা। শুধু বাকি রয়ে গেল প্রধান কোচের আসন।
পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশটির সাবেক ক্রিকেটার সাকলায়েন মুশতাক প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পারে পিসিবি সভাপতি রমিজ রাজা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া সিরিজেও প্রধান কোচ হিসেবে সাবেক এ স্পিনারের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সিরিজটি বাতিল হয়।
এর আগে পিসিবির সভাপতি নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ ও দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডারকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেন রমিজ রাজা। অক্টোবরের ৬ তারিখে লাহোরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ফিল্যান্ডার। ব্যাটিং কোচ হিসেবে হেইডেন যোগ দেবেন দুবাইয়ে।
অক্টোবরের ১৫ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে লাহোর থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেবে পাকিস্তান ক্রিকেট দল।
ইউকে/এএস