ঢাকার বাইরে বগুড়ায় প্রথম স্টার সিনেপ্লেক্স

বিনোদন বিভাগ: রাজধানী ঢাকার পর এবার স্টার সিনেপ্লেক্সের শাখা চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গের জেলা বগুড়ায়। ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্স এটিই প্রথম শাখা। যেখানে একসঙ্গে একাধিক থিয়েটারে দেশি-বিদেশি চলচ্চিত্র দেখা সম্ভব হবে। বগুড়ার পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটি চালু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহউদ্দিন আহমেদ।

মেজবাহউদ্দিন আহমেদ বলেন, বগুড়ার নবাববাড়ি রোডের সাতমাথা মোড়ে অবস্থিত পুলিশ প্লাজায় সিনেপ্লেক্সটির নতুন শাখা চালু হবে। এ বিষয়ে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের কর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

আগামী ৩ অক্টোবর রাজধানী ঢাকার সোনারগাঁও হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে, সেখানে সিনেপ্লেক্সের নতুন শাখার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে ৬টি থিয়েটার নিয়ে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু হয়। এরপর ধানমণ্ডির সীমান্ত সম্ভারে তিনটি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাওয়ারে তিনটি থিয়েটার নিয়ে চালু করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

মিরপুর সনি মোরে, সনি স্কয়ারে তিনটি থিয়েটার নিয়ে যাত্রা শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। বগুড়া দিয়ে দেশের এ সিনে থিয়েটারটি তাদের পঞ্চম শাখা চালু করতে যাচ্ছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বারে এই চেইন সিনেমা হল যাত্রায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

ইউকে/এএস