তানোর উপজেলা আ’লীগ নেতার উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভায় যুবলীগের বাঁধা

তানোর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর তানোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ আহতদের নিয়ে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ডাকা তীব্র নিন্দা ও প্রতিবাদ সভায় যুবলীগের বাঁধায় পন্ড হওয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, গতকাল শুক্রবার (০১ অক্টোবর) বিকেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর নামের তালিকা তৈরির সময় উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না গ্রুপের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আহত হওয়ার ঘটনায় আজ শনিবার(০২ অক্টোবর) বিকেলে তানোর থানার মোড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।

এতে করে প্রতিবাদ সভায় যোগদান করতে গোলাম রাব্বানী গ্রুপের নেতাকর্মী সমর্থকরা মোটরসাইকেল যোগে উপস্থিত হতে শুরু করলে থানার মোড়ে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না গ্রুপের লোকজন রাব্বানী গ্রুপের লোকজনকে বাঁধা সৃষ্টি করে। এমনকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী প্রতিবাদ সভায় উপস্থিত হতে গাড়িতে করে থানার মোড়ে না আসতেই তার গাড়ির সামনে গিয়ে হামলা চালিয়ে তাকেও ফেরত পাঠায়েছে যুবলীগের নেতাকর্মীরা। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় কোন প্রকার সংঘর্ষ বা মারপিটের ঘটনা ঘটেনি।

ইউকে/এএস