রামেকের করোনা ইউনিটে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় শুধু কুষ্টিয়ার এক রোগী করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নমুনা পরীক্ষা হয়নি। মৃত ব্যক্তি ছিলেন একজন পুরুষ। করোনা ইউনিটে এ নিয়ে অক্টোবরের তিনদিনে সাতজনের মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। ছাড়পত্র পেয়েছেন ১১ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৯৮ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।

আগের দিন শনিবার রাজশাহী জেলার মোট ২২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৪ দশমিক ৯৭ শতাংশ।#

ইউকে/এএস