চট্টগ্রাম সংবাদদাতা: হালদা নদীতে ৩১তম ডলফিনের মৃত্যু হয়েছে। কয়েক দিন আগে মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হালদা সংশ্লিষ্টরা। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে রামদাস মুন্সীর হাট এলাকায় আইডিএফের স্থানীয় স্বেচ্ছাসেবক খোরশেদ আলমসহ স্থানীয়রা মৃত ডলফিনটিকে নদীতে ভাসতে দেখে নৌ পুলিশকে খবর দেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, হালদা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় রামদাস মুন্সিহাট হালদা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা পানিতে ভেসে আসা ডলফিনটি দেখতে পান। পরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন বিভাগ এবং আইডিএফের প্রতিনিধি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং প্রাণিবিদ্যা বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলে ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। মৃত ডলফিনটির দেহ পচে যাওয়ায় দেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
ইউকে/এএস