রাবি ভর্তির ফল ১০ অক্টোবর, ক্লাস শুরু ১ ডিসেম্বর

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১০ অক্টোবর প্রকাশ করা হবে। আর
২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হবে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুর রহমান বলেন, গত ২৯ সেপ্টেম্বর শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুর সভাপতিত্বে ভর্তি কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাবি প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি কার্যক্রম এবং ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

তিনি আরও বলেন, ফল প্রকাশ ১০ অক্টোবর থেকে শুরু হবে। এছাড়া ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশ হবে। ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। এছাড়া রাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ইউকে/এসই