ক্রীড়া বিভাগ: ক্রিকেটারদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। ফিল্ড আম্পায়ার কোনো সিদ্ধান্ত ভুল দিয়েছেন বলে মনে হলে দলের অধিনায়ক রিভিউ নিতে পারেন। ডিআরএস প্রযুক্তির সহায়তায় সঠিক ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শুরু হচ্ছে ডিআরএসের ব্যবহার। এই তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের হর্তাকর্তা আইসিসি।
সর্বশেষ ২০১৬ সালে মাঠে গড়িয়েছিল সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্বকাপের ৬ষ্ঠ আসর। তবে সেই আসরে ডিআরএস ছিল না।আইসিসি জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিআরএসের ব্যবহার থাকবে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ইনিংসে প্রতি দল দুটি রিভিউ ব্যবহারের সুযোগ পাবে।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার। এবারের আসরে অংশ নিচ্ছে ১৬টি দল। গত কয়েক বছরে ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। বাকি দুই ফরম্যাটের মতো টি-টোয়েন্টিতে প্রতি ইনিংসে দুটি করে রিভিউ ব্যবহার করা যাচ্ছে। বিশ্বকাপেও তেমনটাই হবে।
ইউকে/এএস