বার্তাকক্ষ প্রতিবেদন: মধ্যপ্রাচ্য অঞ্চলে সবচেয়ে বেশি হেলিকপ্টার ইরানের সামরিক বাহিনীর কাছে রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি। সোমবার (১১ অক্টোবর) আল-মানার ও পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার এক অনুষ্ঠানে কিয়োমার্স হায়দারি এ কথা বলেন।
ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন, এ অঞ্চলে আমাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার। আজকে আমাদের হেলিকপ্টারগুলোতে শ্রেষ্ঠমানের নাইট-ভিশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বসানো হয়েছে।
তিনি আরও বলেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছি। আমরা এখন গোয়েন্দা ড্রোন ও কম্ব্যাট ড্রোনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি।
এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোন তৈরিতে তেহরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে তাদের এই সামরিক শক্তি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি নয়।
ইউকে/এএস