রাজশাহীতে ধ্বসে পড়েছে ওয়ার্কার্স পার্টির ভবন

নিজস্ব প্রতিবেদক: ধ্বসে পড়ছে বাংলাদেশের ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয়। ওই একই ভবনে আছে রাজশাহী প্রেসক্লাবও। তবে এ ঘটনায় কেউ হতাহত  হয়নি। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এই ভবন ধ্বসের ঘটে। ভবনটি পুরোনো ও জরাজীর্ণ। অনেক দিন থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল। ভবনটিতে ঝুঁকি নিয়েই দুটি অফিসের কার্যক্রম চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাংলাদেশের ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয়ে অবস্থান করছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ জামিল ব্রিগেডের দুজন সদস্য। ভোরে হঠাৎ করে বিকট শব্দ পেয়ে তাদের ঘুম ভেঙে যায়। উঠে তারা দেখতে পায় দোতালা ভবনের সামনের অংশ ধ্বসে পড়ছে। অবস্থা বেগতিক দেখে তারা দ্রুত নিচে নেমে পড়ে। একই ভবনে রাজশাহী প্রেসক্লাবও রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ওই ভবনসহ পাশের দুটি ভবনও ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়। ভবনটি মূল সড়কের পাশে হওয়ায় ওই রাস্তায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।যেভাবে ভবনটির সামনের অংশ ভেঙে পড়েছে, সেটি দিনের বেলা বা মধ্য রাতের আগে হলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত। কারণ ওই স্থানে প্রচুর জনসমাগম লেগেই থাকে। এই অবস্থায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন ভবনটি সামনের অংশ মারাত্মকভাবে ধসে পড়েছে। জরাজীর্ণ এ ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের কোন এক সময় এ ঘটনা ঘটলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারত।

রাজশাহী ফায়ার সার্ভিস সদর দফতরের উপ-পরিচালক আব্দুর রশিদ জানান, মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ১৯৫৪ সালে স্থাপতি কুঞ্জ ভবন নামের দোতলা ভবনটির উপরে ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর ও জেলা কার্যালয়। নীচতলায় রাজশাহী প্রেসক্লাব।

ভবনটির পাশে কয়েক বছর আগে বহুতল একটি ভবন নির্মিত হলে দোতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপরও সেখানে ওয়ার্কার্স পার্টি ও প্রেসক্লাবের কার্যক্রম চলছিলজ। ভোরে ভবনটির দোতলার সামনের অংশ হঠাৎ ধ্বসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই ভবনটি বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে।

ভবনটিতে লালফিতা টানিয়ে দওয়া হয়েছে বলেও জানান- রাজশাহী ফায়ার সার্ভিসের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

ইউকে/এসএম