বার্তাকক্ষ প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধ হওয়া কানাডা ও মেক্সিকো সীমান্ত ফের চালু হচ্ছে। কানাডা ও মেক্সিকোর যারা করোনার ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন, তারা নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রয়োজনে ও অপ্রয়োজনে ভ্রমণ করতে পারবেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, স্থলপথ ও ফেরীর মাধ্যমে ভ্রমণ করা যাবে। এখন প্রমাণপত্র না লাগলেও ২০২২ সালের জানুয়ারি মাস থেকে টিকা দেওয়ার প্রমাণপত্র দেখিয়ে মানুষ সীমানা পার হতে পারবে।
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। সর্বপ্রথম করোনা মহামারির শুরুর দিকে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নভেম্বরে এই নিষেধাজ্ঞা পুরোপুরি শিথিল করা হবে।
ইউকে/এএস