বিনোদন বিভাগ: একটি আর্থিক তছরুপ মামলায় এবার বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ইডির দিল্লির অফিসে হাজিরা দেন নোরা।
নোরা ফাতেহি ছাড়াও এ মামলায় আগেই বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে জেরা করেছে সংস্থাটি। আগামীকাল ফের ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য জ্যাকলিনকে নোটিশ পাঠানো হয়েছে।
ভারতীয় ব্যবসায়ী সুকেশ চন্দ্র শেখরের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থপাচার মামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে আয় করা কয়েক হাজার কোটি রুপি বিদেশে পাচার করেছেন সুকেশ চন্দ্র শেখর। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতাও মিলেছে। কেন্দ্রীয় এ সংস্থার পক্ষ থেকে আগেই চন্দ্র শেখর এবং তার স্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়।
দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং-এ দায়ের মামলার ভিত্তিতেই এ তদন্ত চালাচ্ছে ইডি।
ইউকে/এএস