রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

নিজস্ব প্রতিবেদক: মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) এর আগমন উপলক্ষে দিবস ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নাবী উদযাপন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে আজ বুধবার (২০ অক্টোবর) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে এ বছর পুলিশের বিধিনিষেধ থাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জশনে জুলুস বের হয়নি।

তবে রাজশাহীর দরগাপাড়ায় ছোট পরিসরে শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রা শেষে হজরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি, পুষ্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত করা হয়েছে। সেখান থেকে ফিরে শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদে সমগ্র মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

সেখানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মহানগরীর শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আতাউল মোস্তাফা কাদেরী।

এছাড়া মহানগরীর বিভিন্ন সড়কে আজ জশনে জুলুস বের না হলেও মসজিদে মসজিদে দিবসটির তাৎপর্য তুলে ধরে বয়ান ও মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

ইউকে/এসএম