নিজস্ব প্রতিবেদক: সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় নারীর অগ্রযাত্রায় সহাসী ভূমিকা রাখার জন্য দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মঈনকে সম্মাননা স্মারক দিয়ে বিশেষভাবে সম্মাণীত করা হয়েছে৷নারী দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসক মো আব্দুল জলিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সম্মাননা স্মারক প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে মোহনা মঈন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় পূর্বে নিজ বাড়ি ও সমাজে তার স্থান হয়নি। বহু কষ্টে তিনি দিনাদিপাত করেছেন। কিন্তু কোনভাবেই তিনি হাল ছাড়েননি।
তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে বাঁচাতে এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজে প্রতিষ্ঠা করতে দিনরাত শ্রম দিয়ে চলছেন। এই জনগোষ্ঠির মানুষকে সমাজের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি দিনের আলো হিজড়া সংঘের সাথে যুক্ত হন। পরে তিনি সভাপতির দায়িত্ব পান। এখন তিনি স্বপদে বহাল রয়েছেন।
তিনি আরো বলেন, সম্মাননা পাওয়ায় এই জনগোষ্ঠীর প্রতি আরো বেশী দায়িত্ব বাড়িয়ে দিলো। যতদিন বাঁচবেন ততদিন তিনি তৃতীয় লিঙ্গের জনগণের অধিকার আদায়ে সংগ্রাম ও কাজ করে যাবেন বলে জানান মোহনা। এই সম্মাননা প্রদান করায় ব্র্যাককে ধন্যবাদ জানান।
স্মারক প্রদান অনুষ্ঠানে ব্র্যাক রাজশাহী জেলা সমন্বয়ক মহসিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মারিয়া পেরেরা ও মহিলা বিয়ষক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক সেলফ কর্মসূচীর জোনাল ম্যানেজার সুফিয়া খাতুন। উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন, আঞ্চলিক ব্যবস্থাপক কৌশিক বিশ্বাস ও বিএলডি এর ম্যানেজার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রকল্পের আঞ্চলিক ম্যানেজার মেহেদী হাসান।
ইউকে/এসই