আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মো.হুমায়ূন কবীর ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, ২০২২ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫৩৫ এবং ছাত্রী ৯৫ হাজার ৬৫ জন। এবার বিজ্ঞান শাখায় ৮২ হাজার ৫৪৯ জন, মানবিকে ৯৬ হাজার ৬২৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২৫১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী ১০ হাজার ১৫৪ জন। এছাড়া ১৯৫ জন মানোন্নয়ন পরীক্ষা দিয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৭০টি কেন্দ্রে ২ হাজার ৬৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসিতে অংশ নেয়। করোনা সংকটের কারণ শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় গেল বছরগুলোর চেয়ে এই শিক্ষা বোর্ডের ফলাফল কিছুটা খারাপ হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন- পরীক্ষা নিয়ন্ত্রক।
এর আগে ২০১৬ সালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পাসের হার ছিল- ৯৫ দশমিক ৭০ শতাংশ, ২০১৭ সালে পাসের হার ছিল- ৯০ দশমিক ৭০ শতাংশ, ২০১৮ সালে পাসের হার ছিল- ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৯ সালে পাসের হার ছিল- ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০২০ সালে পাসের হার ছিল- ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং সবশেষ ২০২১ সালে পাসের হার ছিল- ৯৪ দশমিক ৭১ শতাংশ।