বার্তাকক্ষ প্রতিবেদন: তুরস্কে আঘাত করা দুটি বড় ভূমিকম্পের ফলে আনুমানিক ৩৪.২ বিলিয়ন ডলারের সরাসরি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সোমবার বিশ্বব্যাংক টুইটারে এ তথ্য প্রকাশ করেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠন এবং পুনরুদ্ধারে আরও দ্বিগুণ ব্যয় হতে পারে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে সিরিয়ার উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউরোপ ও মধ্য এশিয়ার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানা বিয়ার্ডে বলেছেন, ‘সিরিয়ার পরিস্থিতি সত্যিই বিপর্যয়কর।’
অ্যানা বিয়ার্ডে আরও বলেছেন, ‘আমাদের অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি ভূমিকম্পে সরাসরি যতটুকু আর্থিক ক্ষতি হয়েছে তার চেয়ে দুই থেকে তিনগুণ বেশি অর্থ পুনর্গঠনের কাজে ব্যয় হতে পারে।’ এএফপি।
ইউকে/এএস