বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষ স্নাতক প্রথমবর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আঞ্চলিক কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে ৯৪.২১ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ফরিদুল ইসলাম।
তিনি বলেন, আঞ্চলিক কেন্দ্রে হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে ২ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছে। তবে পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ হাজার ৩৫৮ জন। সেই হিসেবে উপস্থিতির হার ৯৪.২১ শতাংশ।
জানা গেছে, আঞ্চলিক কেন্দ্রে হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলে। ৬০ নম্বরের বহুনির্বাচনি এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইউকে/এএস