জাল কাগজপত্রে ভিসা করতে গিয়ে হাতেনাতে ধরা!

নিজস্ব প্রতিবেদক: ভারতে যাওয়ার জন্য রাজশাহীতে জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী ভিসার আবেদন জমার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহীতে থাকা ভারতীয় ভিসা সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার সিভিলহাট তালতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. জমির (৩৪) ও একই উপজেলার পেয়ারাখালি এলাকার শাহ্ আলমের ছেলে মো. সুমন (২৫)।

আটকের পর রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাজশাহীতে থাকা ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, অভিযুক্তরা ‘ব্যবসায়ী’ হিসেবে পাঁচ বছরের ভিসার জন্য আবেদন করেছিলেন। সোমবার ভিসার আবেদন জমা দিতে গেলে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করার সময় সন্দেহের সৃষ্টি হয়। এরপর জমিরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি জাল কাগজপত্র দেওয়ার কথা অকপটে স্বীকার করেন। এরপর সুমনও জাল কাগজপত্র দেওয়ার কথা স্বীকার করেন।

তারা জানায়, কামাল নামের এক ভিসা দালালের সাথে ১৫ হাজার টাকা চুক্তিতে ভিসা করতে দিয়েছিলেন। প্রায় আট মাস ধরে ঘুরে ঘুরে তারা আজ সোমবার (৯ অক্টোবর) আবেদন জমা দিতে গিয়েছিলেন।

তিনি আরও বলেন, এর আগেও দুইবার তারা জাল কাগজপত্র দিয়ে ব্যবসায়ী হিসেবে ভিসা নিয়েছেন। তাদের দুইজনের ৬টি করে মোট ১২টি পাসপোর্ট আছে। এছাড়া এর আগেও একই দালালের মাধ্যমে দুইবার ‘ব্যবসায়ী’ ভিসা করিয়ে জামির ও সুমন ভারত গেছেন। তবে তৃতীয়বারের মত ভারতীয় ভিসার আবেদন করতে গিয়ে হতেনাতে ধরা পড়লেন তারা।

জালিয়াতির অভিযোগ তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ভিসা সেন্টার থেকে জাল কাগজপত্রে ভিসা আবেদনের পর অভিযুক্তদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ইউকে/এএস