বার্তাকক্ষ প্রতিবেদন: গাফিলতির কারণে জীবিত কোনো ভোটারকে মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সব জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ে নির্দেশনাটি সম্প্রতি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, জীবিত থাকা সত্ত্বেও মৃত হিসেবে ভোটার তালিকা হতে কিছু ভোটারের নাম কর্তনের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। তালিকায় বর্ণিত ভোটারদের নাম কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ ও ওই কাজের সঙ্গে সম্পৃক্ত কারো গাফিলতি ছিল কিনা, তা তদন্তপূর্বক চিহ্নিতকরণ এবং দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।
এই অবস্থায় জীবিত থাকা ভোটারদের নাম ভোটার তালিকা হতে কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন ইসি জানাতে বলা হয়েছে ওই নির্দেশনায়।
এ বিষয়ে ইসির সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হোসেন বলেন, এখন জীবিত ভোটারের স্ট্যাটাস মৃত হয়ে যাওয়ার সুযোগ কম। এছাড়া আমরা জেলা পর্যায়ে এ সংক্রান্ত ডিভাইস দিয়েছি, যেন স্ট্যাটাস ভুলে পরিবর্তন হয়ে গেলে তা সমাধান করা যায়। সংশ্লিষ্ট ব্যক্তি আঙ্গুলের ছাপ দিলে তিনি যে জীবিত ভোটার, তা মিনিটেই প্রমাণিত হয়।
তিনি বলেন, অনেক সময় ভুলে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যায়। এটা যেন না হয়, সেজন্য নির্দেশনা রয়েছে। তবে এখন আর এমন ঘটনা তেমন ঘটছে না।