কর্মক্ষেত্রে যেভাবে সফল হবেন

লাইফস্টাইল বিভাগ: সবাই তার জীবনে সফলতা চায়। ক্যারিয়ারে সফলতার জন্য দরকার কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়া, মনোযোগের সঙ্গে কাজ করা। আর এ জন্য কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির প্রমাণ দেওয়া জরুরি, সেই সঙ্গে সহকর্মীদের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। অফিসে কাজ ছাড়া আরো কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

১) যেকোনো ভালো কাজে উদ্যোগী হয়ে উঠুন। যে খোলা মনে সব কাজে এগিয়ে আসে, তাকে চারপাশের মানুষ পছন্দ করে এবং তাকে অনুসরণও করে।

২) যদিও সবার মন-মানসিকতা সমান হয় না; কিন্তু সবার সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন। যত মানুষের সঙ্গে মিশবেন, ততই চিনবে আপনাকে সবাই। বাকিদেরও নজরে পড়বেন।

৩) কারো নামে নিন্দা করার আগে ভেবে দেখুন। যত অন্যের বিষয়ে খারাপ কথা বলবেন, ততই শত্রুও বাড়াবেন। তাতে দিন শেষে নিজেরই ক্ষতি হবে।

৪) আর যা-ই হোক না কেন, বিশ্বাস থাকতে হবে, সেই সঙ্গে কাজের প্রতি একনিষ্ঠ হতে হবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও অনেক জরুরি।

ইউকে/এএস