যশোর সংবাদদাতা: যশোরের কেশবপুরে আজ মঙ্গলবার দুপুরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক জাকির হোসেন (৪০) উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে।
জানা যায়, ঘাস কাটার সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বিষক্রিয়া শুরু হলে গ্রাম্য ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। ঝাড়ফুঁকের ভেতর তার অবস্থার অবনতি হলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল উদ্দিন বলেন, সকাল ৯টার দিকে কৃষক জাকির হোসেন গ্রামের বিলে গরুর জন্য ঘাস কাটতে গেলে সাপে কামড় দেয়। স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করলেও বিষ না নামায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইউকে/এএস