বার্তাকক্ষ প্রতিবেদন: ডিজিটাল প্রযুক্তি বিস্তৃতির সঙ্গে ক্রমেই বেড়ে চলেছে মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার। ইন্টারনেটের বিস্তৃতি আর স্মার্টফোনের সহজলভ্যতার কারণে আধুনিকতার এই যুগে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না এমন মানুষ মেলা ভার।
তবে সব বয়সি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্পর্শে এলেও এ মাধ্যমে সবচেয়ে সক্রিয় তরুণরা। মূলত, যোগাযোগের উদ্দেশ্যে তৈরি হলেও বর্তমান প্রেক্ষাপটে তরুণদের সৃজনশীলতা, অব্যক্ত কথা, সুপ্ত প্রতিভা প্রকাশের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
বেশ কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কনটেন্টে মেতেছে তরুণ প্রজন্ম। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও কনটেন্ট তৈরি করে অনেকেই রাতারাতি তারকা বনে গেছেন। এদের বেশিরভাগেরই ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক, আর অনেকের ভিডিও ভিউয়ের সংখ্যা ঘণ্টায় ছাড়িয়ে যায় হাজারের কোটা। যুগের সঙ্গে তাল মেলাতে সামাজিক মাধ্যমে কনটেন্ট তৈরিতে যোগ দিয়েছেন অনেক সুপ্রতিষ্ঠিত তারকারাও। সৃজনশীলতার সঙ্গে নিজেকে উপস্থাপন থেকে শুরু করে খাবার, ঘোরাঘুরি, রান্নাবান্না এমনকি নিতান্তই নিজের নিত্যনৈমিত্তিক জীবন তুলে ধরা নিয়ে এসব তারকারা তৈরি করছেন ভিডিও কনটেন্ট।
এক সময়ে বড় দৈর্ঘ্যের ভিডিও তৈরির প্রবণতা থাকলেও বর্তমানে মানুষের ‘অ্যাটেনশন স্প্যান’ বা মনোযোগের দৈর্ঘ্য কমে যাওয়ায় সবাই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বানানোর দিকে ঝুঁকেছে। এই শতকের শুরুতেও যেখানে মানুষের অ্যাটেনশন স্প্যান ছিল গড়ে ১২ সেকেন্ড, তা এখন নেমে এসেছে ৮ সেকেন্ডে। টিকটক, লাইকির মতো স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্মের আদলে ফেসবুক, ইউটিউবেও এখন সবাই স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছে। কম সময়ে দর্শকের মনোযোগ আকর্ষণের জন্য বিষয়বস্তুর সঙ্গে ভিডিওর মান হতে হয় উন্নতমানের। এ ব্যাপারে সফল ভিডিও কনটেন্ট নির্মাতারা তাদের কনটেন্টের ধরন অনুযায়ী ভিডিও তৈরির ডিভাইসে খোঁজেন নির্দিষ্ট কিছু ফিচার। এ ব্যাপারে পাঁচ জনপ্রিয় কনটেন্ট নির্মাতা জানিয়েছেন তাদের আকর্ষণীয় ভিডিও তৈরির পেছনের রহস্য।
সৌভিক আহমেদ
নাচের বিভিন্ন স্টাইল প্রদর্শনের মাধ্যমে দর্শক মাতাতে পারদর্শী সৌভিক। তবে, নাচের ভঙ্গিমার কারণে নাচের ভিডিও তৈরি বাস্তবে বেশ চ্যালেঞ্জিং। এ ব্যাপারে সৌভিক বলেন, ‘নাচের ভিডিও যাতে ঝাপসা হয়ে না যায়, এজন্য প্রয়োজন ওআইএস ফিচার রয়েছে এমন একটি ডিভাইসের। এক্ষেত্রে আমি স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের গ্যালাক্সি এ৫২ দিয়ে আমার নাচের ভিডিও তৈরিতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। এর ৬৪ মেগা পিক্সেলের প্রধান ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন থাকায় ভিডিও কেঁপে যায় না এবং বেশ শার্প ভিডিও ধারণ সম্ভব হয়, ফলে আমার ফলোয়ারদের কাছে আমার পরিশ্রমের শতভাগ সঠিকভাবে উপস্থাপনের সুযোগ হয়। ’
ফাবিহা নওশিন প্রভা
হাল আমলে ফুড ব্লগিং বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন রেস্টুরেন্ট অনুসন্ধান আর বিভিন্ন দেশের ক্যুইজিনের প্রতি ভালোবাসা সফলতা এনে দিয়েছে ফুড ব্লগার প্রভাকে। ফুড ব্লগিংয়ের মাধ্যমে ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে খুব কম সময়ের মধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন প্রভা। প্রভা তার কনটেন্ট তৈরির চ্যালেঞ্জ প্রসঙ্গে বলেন, ‘মানুষ এখন স্ট্যাটিক ছবির তুলনায় ভিডিওতে অধিক আকৃষ্ট হয় বলে খাবারের ছবি তোলার পাশাপাশি প্রায়ই আমার ভিডিও তৈরির প্রয়োজন হয়। পৃথকভাবে খাবারের ছবি ও ভিডিও ধারণ সময়সাপেক্ষ ও ঝামেলাদায়ক। এক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দেই স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোন ব্যবহারের জন্য। এতে সিঙ্গেল টেক মোড ব্যবহার করে আকর্ষণীয় ছবির সঙ্গে মাত্র ১০ সেকেন্ডে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করা সম্ভব হয়। ’
তিলোত্তমা পানকৌড়ি
ফেসবুক, ইউটিউব আর ইন্সটাগ্রামে মেকআপ এবং ফ্যাশন ব্লগারদের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আপনি যদি মেকআপ ও ফ্যাশন ব্লগিং শুরু করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে এমন একটি ডিভাইস যা আপনাকে সেসঙ্গে স্টাইলিশ লুক দিবে এবং আপনাকে ঘরের সাধারণ আলোতেও প্রফেশনাল স্তরের ভিডিও তৈরিতে সহায়তা করবে। এক্ষেত্রে, মেকআপ ও ফ্যাশন ব্লগার তিলোত্তমা পানকৌড়ির প্রথম পছন্দ ল্যাভেন্ডার রঙা স্যামসাং গ্যালাক্সি এ৩২। তিনি বলেন, ‘মোবাইল শুধু যোগাযোগের ডিভাইসই নয়, এটি এখন আমাদের লাইফস্টাইল ও ফ্যাশনের বিষয়তে পরিণত হয়েছে, যা আমাদের ব্যক্তিত্ব ও রুচিবোধকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। এক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর নজরকাড়া ডিজাইন এবং একাধিক আকর্ষণীয় রঙের অপশন আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আর আমি যেহেতু বেশিরভাগ সময় আমার ঘরেই ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে ভিডিও ধারণে পর্যাপ্ত আলোর ব্যবস্থা একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারতো। আমি আমার স্যামসাং গ্যালাক্সি এ৩২ এর ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ঘরের কম আলোতেও উজ্জ্বল ও স্পষ্ট ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে পারি অনায়াসে। ’
আশিকুর রহমান তুষার
সম্প্রতি, ট্রাভেল ব্লগার তুষার ইউটিউবে বেশ পরিচিতি লাভ করেছেন। তার ইউটিউবে ভিডিও তৈরির নতুন যাত্রা নিয়ে তিনি বলেন, ‘আমি যেহেতু ট্রাভেল ব্লগিং করি তাই আমাকে বেশ অনেকটা সময় ঘরের বাইরে থাকতে হয়। সারাদিন বাইরে থাকার ফলে ফোন চার্জ দেওয়ার সুযোগ হয় না, ফলে ফোনের শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’ স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের সব ফোন ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত। ফলে, বারবার চার্জ দেওয়ার ঝামেলা পোহাতে হয় না, আর এ সিরিজের ফোনগুলোয় ৮০০ নিটের সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকায় বাইরের সূর্যের আলোতে স্ক্রিন স্পষ্টভাবে দেখা সম্ভব হয়, যা ট্রাভেল ব্লগিংকে করে তোলে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। ’
ইশরাত জাহিন
লাক্স তারকা ইশরাত জাহিন একাধারে জনপ্রিয় অভিনয়শিল্পী, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতা। তার ব্যস্ত জীবনকে সহজ করে তুলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫২। তিনি বলেন, ‘ভালো কনটেন্ট তৈরি করতে উন্নতমানের ক্যামেরাযুক্ত ডিভাইস প্রথম শর্ত। আমার গ্যালাক্সি এ৫২ তে ওআইএসযুক্ত ৬৪ মেগা পিক্সেল মেইন ক্যামেরা, ১২ মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগা পিক্সেলের ম্যাক্রো ও ডেপথ ক্যামেরা থাকায় আমি যেকোন সময় যেকোন জায়গায় ঝকঝকে ছবি এবং ভিডিও ধারণ করতে পারি। আর শ্যুটিংয়ের জন্য আমাকে বেশ অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে স্যামসাং গ্যালাক্সি এ৫২ -এর ২৫ ওয়াট চার্জের সঙ্গে অধিক সক্ষমতাযুক্ত ব্যাটারি আমাকে রাখে নিশ্চিন্ত। ’
২০২১ সালে এসে কোন মানুষই কম রেজ্যুলেশনের ভিডিও দেখতে আগ্রহ বোধ করেন না। তাই ভিডিও তৈরির জন্য প্রয়োজন ভালো মানের ডিভাইস। বর্তমান যুগের তরুণদের চাহিদার কথা বিবেচনা করে প্রযুক্তিখাতে শীর্ষে থাকা স্যামসাং তার গ্যালাক্সি এ সিরিজে এনেছে উন্নত কনটেন্ট তৈরির সব ফিচার। তাই, আপনি যদি সফল কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় নাম লেখাতে চান, তাহলে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ হতে পারে আপনার সফলতার সঙ্গী।
ইউকে/এসএম