দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েও ‘গোল্ডেন বুট’ রোনালদোর

ক্রীড়া বিভাগ: ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো কাপ। ইউরো ২০২০ আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি। টাইব্রেকারে ২-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রবার্তো মানচিনির ইতালি।

এদিকে টুর্নামেন্টের শেষ ষোলতে বেলজিয়ামের কাছে হেরে আসর থেকে আগেই ছিটকে যাওয়া পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’। পর্তুগালকে নকআউট পর্বের টিকিট এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলে ক্রিশ্চিয়ানো রোনালদো। টুর্নামেন্ট গ্রুপ পর্বের তিন ম্যাচেই রোনালদো করেছিলেন পাঁচটি গোল আর দলের করা বাকি দুই গোলের একটির অ্যাসিস্ট এসেছিল রোনালদোর কাছ থেকে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচ গোল করেছিলেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকও। তবে রোনালদো অ্যাসিস্ট সংখ্যায় এগিয়ে থাকায় গোল্ডেন বুট জিতেছেন।

ইউরোর সর্বোচ্চ গোলদাতা-

ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)- ৫ গোল, এক অ্যাসিস্ট।

প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র)- ৫ গোল।

হ্যারি কেইন (ইংল্যান্ড)- ৪ গোল।

রোমেলো লুকাকু (বেলজিয়াম)- ৪ গোল।

করিম বেনজেমা (ফ্রান্স)- ৪ গোল

এমিল ফোর্সবার্গ (সুইডেন)- ৪ গোল, এক অ্যাসিস্ট।

ইউকে/এএস