ভারতে এক দিনে ২৩ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ

বার্তাকক্ষ প্রতিবেদন: ভারতে দৈনিক করোনা সংক্রমণ আবারও বেড়েছে। মঙ্গলবারের তুলনায় দেশটিতে ছয় হাজার করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৯ লাখ ৪৬ হাজার ৭৪ জন।

সংক্রমণ বাড়লেও মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। মঙ্গলবার এই সংখ্যা ছিল দুই হাজার। দেশটিতে করোনায় মোট প্রাণ হারিয়েছেন চার লাখ ১১ হাজার ৪০৮ জন। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ভারতের কেরালাতে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৩৯ জন। মহারাষ্ট্রে কমলেও প্রতিদিন সাত থেকে সাড়ে সাত হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন সেখানে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। কর্ণাটক, আসাম ওড়িশায় দৈনিক আক্রান্ত ২ হাজারের কাছাকাছি।

এদিকে দৈনিক সংক্রমণ বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি সক্রিয় রোগী কম হওয়ার ধারাও অব্যাহত রয়েছে।

ইউকে/এএস