ইসরায়েলে খেলতে যাবে না বার্সেলোনা

ক্রীড়া বিভাগ: বার্সেলোনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার চেষ্টা চালিয়ে আসছিল ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতর জেরুজালেম। কিন্তু কাতালান জায়ান্টরা জানিয়ে দিয়েছে, তারা জেরুজালেমে গিয়ে কোনো ম্যাচ খেলতে চায় না।

প্রীতি ম্যাচ বাতিলের বিয়ষটি নিশ্চিত করেছেন বেইতার জেরুজালেমের অন্যতম মালিক মোশে হগেগ। এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ম্যাচটি আয়োজনের জন্য তিনি সর্বাত্বক চেষ্ঠা চালিয়েছেন। কিন্তু বার্সার অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত তা বাতিল হয়েছে। তবে বার্সার জেরুজালেমে না খেলার বিষয়টি তাকে অবাক করেছে। পোস্টের শেষ দিকে তিনি লিখেছেনন, ‘আমি গর্বিত আমি একজন ইহুদি, আমি গর্বিত আমি একজন ইসরায়েলি। ’

ওই প্রীতি ম্যাচে সংবাদ শুনে বার্সেলোনা ফুটবল দলকে বয়কট করার আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনিরা। ম্যাচটি জেরুজালেমের টেডি স্টেডিয়ামে ৪ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইউকে/এএস