দুর্বল হয়েছে লঘুচাপ, সতর্কতা সংকেত নেই

বার্তাকক্ষ প্রতিবেদন: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এটি এখন ভারতীয় স্থলভাগে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। তবে আজ শনিবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোদের দেখা মিলতে পারে। সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। এছাড়া দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

রবিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ ঢাকাসহ দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেক কম। বিকেলের পর মেঘের দেখা মিলতে পারে। এসময় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া লঘুচাপটিও দুর্বল হয়ে গেছে। সমুদ্র বন্দর কোনো সতর্কতা সংকেত নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের তাপমাত্রা কোথাও কোথাও বাড়তে পারে। এছাড়া রাজশাহী, রংপুরসহ একাধিক বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একাধিক স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

সকাল থেকেই ঢাকার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। সঙ্গে রয়েছে সূর্যের তেজিভাব। পথ চলতে অল্পতেই ঘেমে যাচ্ছে শরীর।

তবে আগামী মঙ্গলবার (২৭ জুলাই) নাগাদ সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। ওই লঘুচাপের প্রভাব সরাসরি আমাদের দেশের ওপর পড়তে পারে। ফলে সপ্তাহের শেষ নাগাদ সারা দেশে আবারো বৃষ্টিপাত বাড়বে।

ইউকে/এএস