ক্রীড়া বিভাগ: কোপা আমেরিকা শুরুর আগে আর্জেন্টিনার ডিফেন্সটা খুবই নড়বড়ে ছিল। তবে কোপায় এই নড়বড়ে ডিফেন্সটাই পরিণত হয় চীনের প্রাচীরে। এর পেছনে যে কয়জনের অবদান, তাদের মধ্যে অন্যতম ক্রিস্টিয়ান রোমেরো। এই ডিফেন্ডারকে কিনতে মরিয়া ইংলিশ লিগের দল টটেনহ্যাম হটস্পার।
ইতালিয়ান লিগ সিরি’আ তে সেরা ডিফেন্ডারের তকমাও পেয়েছেন রোমেরো। ইংলিশ সংবাদমাধ্যম বলছে, দারুণ ফর্মে থাকা এই ডিফেন্ডারকে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম। ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ৪৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমেরোকে দলে ভেড়াতে রাজিও হয়েছে ক্লাবটি।
রোমেরোর টটেনহ্যামে আসতে একটু বাধাও রয়েছে। জুভেন্টাসের হয়ে এখনো আতালান্তার কাছে লোনে আছেন আর্জেন্টাইন এই তারকা। তবে তুরিনের ক্লাবটি থেকে ১৩.৬ মিলিয়ন ইউরো দিয়ে রোমেরোকে স্থায়ীভাবে দলে নেবে আতালান্তা। এরপর স্পার্সদের কাছ থেকে উল্লেখযোগ্য মুনাফার্জন করবে দলটি।
এবারের দলবদলে বেলজিয়ান ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড টটেমহ্যাম ছেড়ে পাড়ি জমিয়েছেন কাতারের আল-দুহাইল এফসিতে। সবকিছু ঠিকঠাক থাকলে তার বদলি হিসেবেই টটেনহ্যামের হয়ে মাঠ কাঁপাবেন রোমেরো।
ইউকে/এএস